ডিসেম্বর ১২, ২০২১
কালিগঞ্জে দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে দুই দিনব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা -৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সি, সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ডক্টর সানজিদা মুস্তাকি, প্রিন্সিপাল অফিসার সুজিত কুমার বণিক, সিনিয়র সাইন্টিফিক অফিসার মোহাম্মদ সাকিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ প্রমুখ। 8,620,160 total views, 11,817 views today |
|
|
|