ডিসেম্বর ৯, ২০২১
কালিগঞ্জে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে গণশুনানী
নিজস্ব প্রতিনিধি: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে “খাদ্য অধিকার আইন” প্রণয়নের দাবিতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে বিন্দু নারী উন্নয়ন সংগঠন ও খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), বাংলাদেশর উদ্যোগে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সভাপতি জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহীম প্রমুখ। গণশুনানীর শুরুতেই নারী কৃষক রুনা নাছরিন এবং নিলুফা ইয়াসমিন বলেন, নারী কৃষক হিসেবে আমাদের স্বীকৃতি না থাকায় আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। অথচ নারীর হাত ধরেই কৃষি কাজের প্রচারণা শুরু হয়েছে। কৃষি ক্ষেত্রে নারীর ভূমিকা যথেষ্ট। সরাসরি কৃষির সাথে নারী যেমনভাবে যুক্ত তেমনি গ্রামে প্রতিটি পরিবারের নারীরা পারিবারিক কৃষির সাথে যুক্ত। এই পারিবারিক কৃষি পরিচালনার মাধ্যমে নারী যেমন খাদ্য চাহিদা নিশ্চিত করে তেমনি পুষ্টিও নিশ্চিত করে। আবার অর্থনৈতিকভাবে লাভবান হয়। কিন্ত পারিবারিক কৃষিতে কৃষক হিসেবে আজও নারীকে গ্রহণ করা হয় না। এমনকি নারীকে তার মূল্যায়ন ও সম্মান দেওয়া হয় না। ফলে নারী বঞ্চিত হয় সঠিক বাজার ব্যবস্থাপনার সাথে আরও বঞ্চিত হয় তার মালিকানা তথা ঋণ গ্রহণ সহ সকল সুযোগ সুবিধা থেকে। এসময় কর্মসূচিতে সাংস্কৃতিক কর্মীবৃন্দ, খানি সদস্য, নারী কৃষকদের প্রতিনিধি, উন্নয়ন কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 8,620,138 total views, 11,795 views today |
|
|
|