নিজস্ব প্রতিনিধি: দোকানের ওয়েল্ডিং মেশিনে মাইক্রোবাসের কাজ করার সময় পেট্রোল’র সংস্পর্শে আগুন লেগে একটি মাইক্রোবাস পুড়ে ভস্মিভূত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) পৌণে ১ টার দিকে কালিগঞ্জ উত্তরপার মাইক্রোবাস স্ট্যান্ড সংলগ্ন মতির দোকানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে ওয়েল্ডিং এর দোকানসহ আশপাশের ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
জানা যায়, কালিগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থিত আব্দুল মতিন ওরফে বাবুর ওয়েল্ডিং’র দোকানে সাব্বির আহমেদ নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি মাইক্রোবাসের মেরামতের কাজ চলছিলো। পৌণে ১ টার দিকে মাইক্রোবাসের বডি ঝালাই করার সময় হঠাৎ মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা পাশে থাকা গ্যাস সিলিন্ডার সরিয়ে ৯৯৯ এ ফোন দেয়। আধাঘন্টা পর দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।