Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে কালিগঞ্জে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৭ টার দিকে ভদ্রখালি মিতালী যুব সংঘের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও মিতালী সংঘের সভাপতি মোহাম্মদ রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুশুলিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্।

এসময় তিনি বলেন, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। আজ বাঙালির চিরদিনের গৌরব, অসমসাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জন মুক্তিযুদ্ধের বিজয়ের অর্ধশতবর্ষ পূর্ণ হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মে মহান মুক্তিযুদ্ধের চেতনা আমরা পৌঁছে দেবÍবিজয়ের সুবর্ণজয়ন্তীর এ মাহেন্দ্রক্ষণে এই হোক আমাদের অঙ্গীকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুশুলিয়া ইউপি’র সংরক্ষিত ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আকলিমা খাতুন মিতা, ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তাহমিনা কবির মিনা, ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জোৎনা বেগম, ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবু মুসা, ২ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ খায়রুল আলম, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুর রহমান বাবু, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হাকিম, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল গফ্ফার ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ।
পুরস্কার বিতরণ ও আলোচনা শেষে দেশের খ্যাতনামা ইসলামী শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version