ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা: বৃষ্টি অবস্থায় ঘর থেকে মোটরসাইকেল নিয়ে মুদি দোকানে যাওয়ার উদ্দেশ্য বের হতে গিয়ে বারান্দার সামনে উঠানের কাঁদা মাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক লুজ তারের সাথে থাকা ভেজা বাঁশের খুঁটির উপর আছড়ে পড়ে সর্ট সার্কিটে মনিরুল ইসলাম মনি (৪০) নামের এক মুদি ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর ফকির পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। সে একই এলাকার মৃত রজব আলী ফকিরের ছেলে ও গয়ড়া কলেজ মোড় কারেন্টের খুঁটি সংলগ্ন টিউকলের সাথে থাকা দোকানের মুদি ব্যাবসায়ী।
নিহতের চাচা ইদ্রিস আলী জানায়, টানা ৩ দিনের বৃষ্টিতে গ্রামের মানুষেরা কাদা মাটিতে নাজেহাল এতে বিদ্যুৎ সংযোগও অনেক সময় ধরে বিচ্ছিন্ন থাকছে। বৃষ্টিতে খেটেখুটে খাওয়া মানুষগুলো কাজ করতে না পারায় ব্যাবসায়ীদের বেচাকেনা নেই বল্লেই চলে যা বিক্রি হচ্ছে অধিকাংশ বাকিতে তাই বেলা বাড়লে মুদি দোকানে যাওয়ার জন্য বাড়ির প্রধান কক্ষের মেঝে থেকে মোটরসাইকেল নিয়ে বের হতেই বৃষ্টির পানিতে হওয়া কাদায় নিয়ন্ত্রণ হারিয়ে পা পিছলে হাইভোল্টেজ বৈদ্যুতিক লুজ তারের সাথে থাকা বাঁশের উপর পড়লে বৈদ্যুতিক সর্ট সার্কিটে জ্ঞান হারায় তাত্ক্ষণিক ঘটনাস্থল থেকে পরিবার ও স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে সুচিকিৎসার জন্য পার্শ্ববর্তী রমজান ডাক্তারের ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে৷ মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই ছেলে সন্তান ও অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
মৃত মুদি ব্যাবসায়ীর স্ত্রী মর্জিনা বেগম জানায়, দুইকাঠা জমির উপর টিনের ছাউনিতে ঘেরা ঘরে বড় ছেলের বয়স ১০ বছর ও ছোট ছেলে ৭ বছর বয়সী দুই সন্তান নিয়ে কোনরকম মুদি ব্যবসা করে স্বামী সংসার চললেও আয়ের একমাত্র ব্যক্তি শর্ট সার্কিটে এখন মারা গেছে ছোট্ট দুই শিশুর লেখা পড়ার ও ভরন পোষণের খরচ কীভাবে যোগাবেন এমন অসহায়ত্ব কাটাতে স্থানীয় এলাকা বাসী জনপ্রতিনিধি, প্রশাসন ও সুশীল সমাজের মানুষের নিকট সহযোগিতা কামনা করেছেন।
সুলতানপুর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির জানায়, টানা কয়েকদিনের নিন্ম চাপ বৃষ্টিতে পারিবারিক কবরস্থান পানিতে তলিয়ে গেছে থানা পুলিশে সংবাদ দেওয়া হয়েছে প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পুলিশি তদন্ত কার্যক্রম নিষ্পত্তি করলে সুলতানপুর বাজারের পার্শ্বে গনকবরস্থানে জানাজা নামাজ ও দাফন করা হবে।
কলারোয়া থানা কর্তব্যরত ইমারজেন্সি ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর (এসআই) মফিজুল ইসলাম জানায়, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি তবে ঘটনাস্থলে সাব ইন্সপেক্টর এসআই সাজাহান কবিরের নেতৃত্বে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে ঘটনার তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।