Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় বিজ্ঞান প্রযুক্তি মেলার সমাপণী

ফারুক হোসাইন রাজ, কলারোয়া প্রতিনিধি: স্মার্টফোনে আসক্তি, পড়াশোনায় ক্ষতি’- এ প্রতিপাদ্যে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার সমাপণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্ট্ ুমেলায় অংশগ্রহনকারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৭টি স্টলে ক্ষুদে বিজ্ঞানী তথা শিক্ষার্থীদের প্রদর্শিত প্রজেক্টের বিচারে জুনিয়র ও সিনিয়র গ্রুপের ৬টি প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সিনিয়র গ্রুপের পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে- শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, কলারোয়া সরকারি কলেজ ও বেগম খালেদা জিয়া কলেজ। জুনিয়র গ্রুপে প্রথম ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কৃষ্ণ সরকার, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম, বিজ্ঞান শিক্ষক প্রদীপ বিশ্বাস, শিক্ষক হুমায়ুন কবির, শামসুর রহমান লাল্টুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীবৃন্দ।

বিচারকমন্ডলীতে ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস।
উল্লেখ্য, বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই মেলার উদ্বোধন করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version