ডিসেম্বর ১৩, ২০২১
কলারোয়ায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের জেতার চেষ্টায় ভোটারদের মন জয় করার চেষ্টা
ফারুক হোসাইন রাজ, কলারোয়া: আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপে সাতক্ষীরা কলারোয়ার দুটি ইউনিয়ন কেরেলকাতা ও কুশোডাঙ্গায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান মেম্বার পদে প্রার্থীতা পত্র সংগ্রহ করে দুই ইউনিয়ন থেকে পৃথকভাবে দলীয় নেতা কর্মী সমর্থকদের সাথে নিয়ে স্থানীয় নির্বাচন কমিশনের নিকট মনোনয়ন পত্র জামানতের অর্থ জমা দিয়েছেন ১০১ প্রার্থীরা। প্রতীক বরাদ্দ না হলেও এখন নির্বাচনী এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে খুব ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা। এদিকে, চেয়ারম্যান পদে কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক পেয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৮নং কেরেলকাতা ইউনিয়নের স.ম মোরশেদ আলী ভিপি ও ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের আসলামুল আলম আসলাম। ষ দু’জনই চলমান ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে কেরেলকাতা ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩ জন তারা হলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান স.ম মোরশেদ আলী ভিপি, আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের ছোট ভাই সরদার আব্দুর রউফ ও উপজেলা বিএনপি প্রচার সম্পাদক সাবেক সেনা সদস্য স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক সহ মোট ৩ জন, ৯টি সাধারণ ওয়ার্ড থেকে পুরুষ ইউপি সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত নারী আসনে ১২ জন। অন্যদিকে, ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪জন তারা হলেন,আওয়ামী লীগ মনোনীত নৌকার মনোনীত প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম। সাবেক ইউপি চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী কুশোডাঙ্গা পূর্ব পাড়া গ্রামের আওয়ামী লীগ কর্মী সাইদ আলী গাজী, ধানঘোরা গোয়ালচাতর ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য স্বতন্ত্র পদে চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা হাফিজুর রহমান, ধানঘোরা দাখিল মাদ্রাসার সুপার স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী কুশোডাঙ্গা পূর্ব পাড়া গ্রামের মোঃ জিয়াউল ইসলামী। কুশোডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৫ জন, ২নং ওয়ার্ড থেকে ২ জন ও ৩ নং ওয়ার্ড থেকে ৪জন মোট ১১জন সংরক্ষিত নারী আসন থেকে মনোনয়ন জমা দিয়েছে। এছাড়াও ৯টি পুরুষ ওয়ার্ড থেকে ৩১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানায়, আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে দুটি ইউনিয়ন থেকে মোট ৭জন চেয়ারম্যান পদপ্রার্থী, ২৩ জন সংরক্ষিত নারী ইউপি সদস্য পদপ্রার্থী ও ৭১ জন পুরুষ ইউপি সদস্য পদপ্রার্থী শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন। গতকাল ১২ ডিসেম্বর যাচাই-বাছাই শেষ হয়েছে এতে সকল প্রার্থীর প্রার্থিতা বজায় রয়েছে আগামী ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ঘোষণা করা হয়েছে সব ঠিক থাকলে আগামী ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে নির্বাচনী ভোট গ্রহণ। কেরেলকাতা ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ভোটাধিকার প্রয়োগ করবেন নারী ৮,৭৭৫জন ও পুরুষ ৮,৯৩৭ জন মোট ১৭,৭১২জন ভোটার ও কুশোডাঙ্গা ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে নারী ৭০৬৩ জন ও পুরুষ ৬,৯৬৪ জন মোট ১৪০২৭ জন ভোটার। শান্তিপূর্ণ ও শৃঙ্খলিত অবাধ নিরপেক্ষ ভাবে নির্বাচন বাস্তবায়ন করতে সর্বউচ্চ প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হবে। কেরেলকাতা ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী ভিপি জানায়, আগে ২ বার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। এবারও জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন হয়ে নৌকা প্রতীক প্রাপ্ত হয়েছেন। তিনি দলের দূর্দিনে সাতক্ষীরা জেলা উপজেলা, কলেজ ছাত্রলীগ, যুবলীগের সভাপতি সহ বিভিন্ন দায়িত্বে ছিলেন, কলারোয়া সরকারী কলেজ সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দায়িত্বে আছেন। তিনি নির্বাচনকে ঘিরে কোন দাঙ্গা-মারামারি চাননা। তৃতীয় মেয়াদে এলাকার মানুষের ভালোবাসায় নিরপেক্ষ ভোটাধিকারে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের চেয়ারম্যান নির্বাচিত হয়ে শেখ হাসিনার আস্থা অর্জন করে এলাকার উন্নয়নে কাজ করতে চান।
এ ইউনিয়নে নৌকার অন্যতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মানুষের আস্থা অর্জন করে নির্বাচনী এলাকায় ব্যাস্ত সময় পার করছেন সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব সরদার আব্দুল হামিদের ভাই আব্দুর রউফ। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, মানুষের আস্থা অর্জনে থেমে নেই স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপি প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক। কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন বলেন, নৌকার বিপক্ষে উপজেলা আওয়ামী লীগ কখনো নেই জনমত জরিপে বোঝা যায় দুটি ইউনিয়ন কেরেলকাতা ও কুশোডাঙ্গায় নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য চেয়ারম্যান প্রার্থীদের থেকে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থীর অবস্থান শীর্ষে। আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এলাকার উন্নয়ন ঘটাতে ভোটাররা অবশ্যই নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করবেন। উপজেলা সুজনের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ জানায়, বর্তমান আওয়ামী লীগের অনেক বড় অংশ কেরালকাতা ইউনিয়ন সেখানে নৌকার বিপক্ষে যাবে না প্রায় ৬০ শতাংশ ভোটার এবং যাকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে দীর্ঘদিন সামাজিক অঙ্গনে কাজ করার কারনে সকল শ্রেণির পেশার মানুষের কাছে তিনি ভালো সংগঠক হিসেবে এগিয়ে। ইউনিয়নে দলীয় আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক বিভক্ত বাড়লে খুব অল্প ভোটের ব্যবধানে দ্বিতীয় অবস্থানে থেকে উঠে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয়লাভ করতে পারে সরদার আব্দুর রউফ। অন্যদিকে কিছু তরুণ প্রার্থী বসে যাওয়াতে মানুষের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে বিএনপি জামায়তের কিছু ভোট থাকলেও তারা প্রকাশ্যে মাঠে নামবে না তবুও বিএনপি স্বতন্ত্র প্রার্থীকে জিততে হলে হেভিওয়েট দুই প্রার্থীকে টপকাতে হবে। তবে সকলকে বিবেচনা করতে হবে এলার উন্নয়নে যে কাজ করতে করবে তেমন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সকলের অংশ গ্রহণের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন তিনি। 8,591,531 total views, 8,217 views today |
|
|
|