ডিসেম্বর ৮, ২০২১
কলারোয়ার শাকদহ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতায় দুই প্রার্থী
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়ার ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাগদাহ ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী। ইতোমধ্যে তারা প্রচার প্রচারণায় অংশ নিয়ে প্রার্থীতার মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন কুশোডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী খানের ছেলে ফরিদুজ্জামান ফরিদ খান ও বর্তমান ইউপি সদস্য আব্দুল আলিম খান। গত সোমবার (৬ ডিসেম্বর) দুপুরের উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের কতৃপক্ষের নিকট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান উপস্থিত থেকে মনোনয়ন পত্র জমা দেন ছাত্রলীগ নেতা ফরিদুজ্জামান ফরিদ খান। একই ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে অংশ নিয়েছেন বর্তমান ইউপি সদস্য আব্দুল আলিম খান তিনি ইউনিয়নের মৃত রাহাত জান আলী খানের ছেলে। ইউপি সদস্য পদ প্রার্থী ফরিদ খান জানায়, বাবা’র হাত ধরে ছাত্রজীবন থেকে মানুষের কল্যাণে কাজ করছেন পাশাপাশি মানুষের বাড়ি বাড়ি গিয়ে এলাকার অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে তাদের চাওয়া প্রত্যাশা অনুযায়ী পরিকল্পনা নেওয়া হয়েছে নির্বাচনে মানুষের প্রত্যেকের ভোটের মাধ্যমে জয়লাভ করতে পারলে মাদকসেবি ও দালাল দৌরাত্ম্য দুর করে জনমানুষকে সাথে নিয়ে সুসংগঠিত যুগোপযোগী ভাবে কাজ করা হবে। তিনি ২০০৮ সালে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পরে থানা কলারোয়া থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও থানা যুগ্ম আহŸায়ক সহ আওয়ামী অংগ সংগঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে এলাকাবাসীর উন্নয়নে কাজ করছেন। তিনি আরও জানান, প্রশাসনিক কর্মকর্তাদের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মানুষের শান্তিপূর্নভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়। মানুষ যদি তাদের ইচ্ছার প্রতিকে ভোগ দিতে পারেন তাহলে তিনি কয়েকশত ভোট বেশি পেয়ে জয় লাভ করবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান ইউপি সদস্য আব্দুল আলিম খান জানায়, মানুষের প্রত্যক্ষ ভোটে জয়লাভ করে বিগত ৫ বছরে দায়িত্ব পালন কারা কালীন এলাকার উন্নয়নে যে কাজ করা দরকার সাধ্য মত করার চেষ্টা করেছি। অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করতে আবারও নির্বাচনে অংশ নিয়েছেন এবারও জয়লাভ করতে পারলে যে উন্নয়নের গুলো বাকি আছে তা করা হবে। ওয়ার্ডের বাসিন্দা বাবুল হোসেন খান জানায়, এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা যে মানুষের পাশে থাকবে এলাকার উন্নয়নে কাজ করবে এমন একজন ব্যাক্তিকে ইউপি সদস্য হিসেবে চান। ইতিমধ্যে পাড়ার খেটে খাওয়া সকল ধর্মের বিভিন্ন পেশার মানুষ, রাজমিস্ত্রী, দিনমজুর ভ্যানচালক তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে যে কাজ করবে তেমন শিক্ষিত ও মার্জিত রুচির সম্পন্ন ব্যাক্তিকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন বলে জানিয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানায়, আগামী ৫ জানুয়ারি কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ড নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩নং শাগদাহ ওয়ার্ডে মোট ১৩৮০ জন ভোটার রয়েছে ৬৬৮ জন পুরুষ ও ৭১২জন নারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনি আইন লঙ্ঘন করে কেহ বিশৃঙ্খলা করছে এমন কোন অভিযোগ পেলে তার বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। 8,591,449 total views, 8,135 views today |
|
|
|