আশাশুনি প্রতিনিধি: আশাশুনির ১১ ইউনিয়নে ৫৬ জন চেয়ারম্যান প্রাথীসহ ৬১৭ জন চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) ইউনিয়ন ভিত্তিক স্ব-স্ব রিটার্নিং অফিসারগণ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। সকাল থেকে প্রার্থীরা তাদের কর্মী, সমর্থকদের নিয়ে উৎসব মুখর পরিবেশে নিজ নিজ ইউনিয়ন থেকে বিভিন্ন যানবাহনে আশাশুনিতে গমন করেন। গোটা উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে যানবাহনের চাপে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে যানবাহনকে বাজার ও উপজেলা পরিষদ এলাকায় ঢোকা বন্ধ করে দিলে পাশের সড়কগুলোতে যানবাহনগুলো অবস্থান নেয়। প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল সহকারে ইউনিয়ন ভিত্তিক রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে পৌঁছান।
রিটার্নিং অফিসারগণ ১১ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন। যার মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক ১১ জন, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক ৪ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত মশাল প্রতীক ১ জন ও বাকী ৩৮ জন স্বতন্ত্র প্রার্থী চশমা, ঘোড়া, আনারস, মোটরসাইকেলসহ বিভিন্ন প্রতীক পেয়েছেন। সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১ ইউনিয়নের ৩৩টি সংরক্ষিত ওয়ার্ডের ১৩৩জন প্রার্থী মাইক, বই, কলম, বক, হেলিকপ্টার, সূর্যমুখী ফুল, তালগাছ, ক্যামেরা, জিরাফসহ বিভিন্ন প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়াও উপজেলার ৯৯টি সাধারণ ওয়ার্ডের মেম্বর পদে ৪২৮ জন প্রার্থী আপেল, মোরগ, ব্যাট, ভ্যান গাড়ি, বৈদ্যুতিক ফ্যান, টিউবওয়েল, ফটুবল ও তালা প্রতীকসহ বিভিন্ন প্রতীক বরাদ্দ পেয়েছেন। এসব প্রার্থীদের প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাদের কর্মী-সমর্থকদেরকে নিয়ে বিভিন্ন শ্লোগান সহকারে উপজেলা সদর ত্যাগ করে নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে প্রচার চালাতে দেখা গেছে। আগামী ৫ জানুয়ারি’২২ বুধবার উপজেলার ১১ ইউনিয়নে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে।