Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের গরু বিতরণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের আর্থ সামাজিক উন্নয়নে বকনা গরু বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর চত্বরে এ বিতরণ অনুষ্ঠান করা হয়।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ক্রস ব্রিড বকনা বিতরণ অনুষ্ঠানে গরু বিতরণ করেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মুজিবুর রহমান। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন নৃ-গোষ্ঠি সদস্যকে একটি করে বকনা গরু প্রদান করা হয়। গরুগুলো সুস্থ ও ১০০ কেজির উপরে ওজন।

বিতরণকালে সুভলভোগিদের উদ্দেশ্যে প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, পশু পালনের জন্য সকলকে সতর্কতার সাথে পশুকে যতœ নিতে হবে। এজন্য পশুকে নিয়মিত টিকা দিতে হবে। ঘাস, পলসহ অন্যান্য খাদ্য খাওয়াতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব উদ্যোগে গৃহীত প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবন মান ও আর্থ সামাজিক উন্নয়নের জন্য এই বকনা গরু বিতরণ করা হচ্ছে। আগামীতে গরুর জন্য খাদ্য আসবে এবং পশু রাখার ঘর তৈরি করে দেওয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version