Site icon suprovatsatkhira.com

অ্যাড. অরুণ ব্যানার্জীর পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠানে এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা ‘ল’ কলেজের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট অরুণ ব্যানার্জীর মৃত্যুতে সনাতন ধর্মীয় মতে পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে কাটিয়া কাছারি পাড়ায় সাংবাদিক অ্যাডভোকেট অরুণ ব্যানার্জীর বাসভবনে পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠানে গেলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি সাংবাদিক অ্যাডভোকেট অরুণ ব্যানার্জীর শোকাহত পরিবারের সাথে কথা বলেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। এসময় পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠানে আপ্যায়ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ সাতক্ষীরা শেখ মফিজুর রহমান, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ডিবি ওসি ইয়াছিন আলম চৌধুরী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রীণা ব্যানার্জী, সাতক্ষীরা সিলভার জুবলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকসহ শোকাহত পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট অরুণ ব্যানার্জী গত ১৯ ডিসেম্বর বিকাল ৩টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version