সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : দীর্ঘ ৯০ কিলোমিটার পথ পায়ে হেঁটে সুন্দরবন ভ্রমণে গেছে কলেজ পড়–য়া চার কিশোর। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোর চারটায় ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বলফিল্ড মাঠ শহীদ মিনারে দিয়ে তাদের যাত্রা শুরু করেন। অবশেষে রাত সাড়ে ৭টার দিকে সুন্দরবন সংলগ্ন নীলডুমুর এলাকায় তারা পৌঁছে।
কিশোর বয়সে এই দুঃসাহসিক অভিযান করে নীলডুমুর এলাকায় পৌঁছে সাংবাদিকদের সাথে কথা হয় আশরাফুল ইসলামের ছেলে ইমন হোসেন (১৮), গোলাম মোস্তফার ছেলে মুক্তাদির হাসান (১৮), শেখ সোবাহান হোসেনের ছেলে ইসমাইল হোসেন(১৮) ও বজলুর রহমানের ছেলে আরিফ হোসেন (১৮)। তারা সবাই সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের বাসিন্দা। অভিযানিক দলের অন্যতম সদস্য ইমন হোসেন জানান, ‘শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা চার বন্ধু আজকের দিনটি আরো স্মরণীয় করে রাখতে পায়ে হেঁটে সুন্দরবন ভ্রমণে এসেছি। উৎসাহ ও সহযোগিতা পেলে আগামীতে আমরা বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান পায়ে হেঁটে ভ্রমণ করতে চাই’।