Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনীর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসম্বর ) সকাল সাড়ে ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা বিএম রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল বারী, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ।

এসময় মহান স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এ দেশকে স্বাধীন করে ছিলেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী মৈত্রী দিবসের চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান শান্ত, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের’র সদস্য ও জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার সুব্রত কুমার ঘোষ, আব্দুর রহিমসহ জেলা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা ও সন্তান কমান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version