ডেস্ক রিপোর্ট : আগামীকাল সন্ধ্যায় সরকারি সফরে সাতক্ষীরায় আসছেন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। সোমবার বেলা ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তঃধর্মীয় সংলাপ শেষে বিকাল ৩টায় তিনি সড়ক পথে সাতক্ষীরার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। এরপর সন্ধ্যা ৬টায় তিনি সাতক্ষীরা সার্কিট হাউজে অবস্থান করবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।
আগামী বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য আন্তঃধর্মীয় সংলাপে যোগদান করবেন। এরপর দুপুর ৩টায় তিনি সাতক্ষীরা হতে সড়ক পথে গোপালগেঞ্জর উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।