ডিসেম্বর ৭, ২০২১
শ্যামনগরে ৯টি ইউপিতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
এস, এম, মোস্তফা কামালঃ আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯টি ইউনিয়নে ইউপি নির্বাচন কে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ৭ডিসেম্বর স্ব-স্ব রিটার্নিং অফিসার কার্যালয়ে সরকারি বিধি মোতাবেক শান্তিপুর্ণ ভাবে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম জানান,আটুলিয়া ইউনিয়নে মোট ভোটার ২৮,১৫৪ জন। চেয়ারম্যানপদে ৬ জন-চেয়ারম্যান আবু সালেহ (আনারস প্রতীক), গাজী কামরুল ইসলাম (নৌকা), সৈয়দ কামাল উদ্দীন(মটর সাইকেল), এস,এম,মোস্তফা কামাল (হাতপাখা), জি, এম,আলতাফ হোসেন (ঘোড়া প্রতীক) ও মোঃ আব্দুস সাত্তার (চশমা প্রতীক)। *কাশিমাড়ী ইউপিতে মোট ভোটার ২৪,৭৯৯জন। চেয়ারম্যান পদে ৯ জন- চেয়ারম্যান এস, এম, আব্দুর রউফ (আনারস প্রতীক), মোঃ শমসের আলী ঢালী (নৌকা প্রতীক), সাবেক চেয়ারম্যান মোঃআনিছুজ্জামান (চশমা প্রতীক), সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হক (মোটরসাইকেল প্রতীক),মোঃ রবিউল ইসলাম (হাতপাখা প্রতীক), মোঃ আব্দুর রশিদ (ঘোড়া প্রতীক), মোঃ আব্দুল জব্বার (অটোরিক্সা প্রতীক), মোঃ আনিছুর রহমান গাজী(লাঙ্গল প্রতীক) ও পরিতোষ হালদার (রজনীগন্ধা প্রতীক)। *নুরনগর ইউপি মোট ভোটার – ১৫,২৩৯ জন। চেয়ারম্যানপদে ৬ জন-চেয়ারম্যান মোঃ বখতিয়ার আহমেদ (নৌকা প্রতীক),সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর (আনারস প্রতীক), মোখলেছুর রহমান (হাতপাখা প্রতীক), মীর আলী মোল্যা (চশমা প্রতীক), আব্দুস সাত্তার (মটর সাইকেল প্রতীক) ও গোলাম মোস্তফা (ঘোড়া প্রতীক)। *কৈখালী ইউপি মোট ভোটার ২২,৩৭৩ জন।চেয়ারম্যানপদে ৮ জন- চেয়ারম্যান শেখ আব্দুর রহিম (ঘোড়া প্রতীক), সাবেক চেয়ারম্যান জি, এম, রেজাউল করিম (নৌকা প্রতীক), সাবেক চেয়ারম্যান শাহাজান সিরাজ (মটর সাইকেল প্রতীক),জি, এম, শাহ আলম (রজণীগন্ধা প্রতীক), জি,এম,আমিনুর রহমান (চশমা প্রতীক),মোত্তালেব হোসেন (টেবিলফ্যান প্রতীক), গোলাম মোস্তফা (হাতপাখা প্রতীক), ও শাহানারা খাতুন (আনারস প্রতীক)। *রমজাননগর ইউপি মোট ভোটার ১৯,৩৩৭ জন। চেয়ারম্যানপদে ৬ জন-চেয়ারম্যান শেখ আল মামুন (ঘোড়া প্রতীক), সাবেক চেয়ারম্যান আকবর আলী (মটর সাইকেল প্রতীক), শাহনুর আলম (নৌকাপ্রতীক),আফতাবুজ্জামান (চশমা প্রতীক),আবু হাসান গাজী (হাতপাখা) ও রাশিদুল ইসলাম (আনারস প্রতীক)। *মুন্সিগঞ্জ ইউপি মোট ভোটার ২৭,১৭৮ জন। চেয়ারম্যানপদে ৭ জন-চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল (চশমা প্রতীক), সাবেক চেয়ারম্যান অসীম কুমার মৃধা (নৌকা প্রতীক), জি, এম, মুনছুর রহমান (লাঙ্গল প্রতীক),আবুল বাসার(মটর সাইকেল প্রতীক),অহিদ মোল্যা (হাতপাখা প্রতীক),আব্দুর রাজ্জাক সরদার (আনারস প্রতীক) ও মুজিবর রহমান (ঘোড়া প্রতীক)। *বুড়িগোয়ালিনী ইউপি মোট ভোটার ২০,৫৮৮ জন।চেয়ারম্যানপদে ৮ জন- চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল (নৌকা প্রতীক), সাবেক চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম (চশমা প্রতীক), হাজী মুজিবর রহমান (লাঙ্গল প্রতীক), হযরত আলী (হাতপাখা প্রতীক), আকবর হোসেন (ডাব প্রতীক) ও হারুনুর রশীদ (মটর সাইকেল প্রতীক)। *পদ্মপুকুর ইউপি মোট ভোটার ১৮,৮৭১ জন। চেয়ারম্যানপদে ৮ জন-চেয়ারম্যান এস, এম, আতাউর রহমান (নৌকা প্রতীক), সাবেক চেয়ারম্যান আমজাদুল ইসলাম (চশমা প্রতীক), রফিকুল ইসলাম (লাঙ্গল প্রতীক), জয়নাল আবেদীন গাজী (হাতপাখা প্রতীক), এস,এম, নুরুজ্জামান (ঘোড়া প্রতীক), মোস্তাফিজুর রহমান (রজনীগন্ধা প্রতীক), হাবিবুর রহমান (মটর সাইকেল প্রতীক) ও ফরিদ-উদ-দৌলা ফেরদাউস (আনারস প্রতীক)।* গাবুরা ইউপি মোট ভোটার ২৪,১৬৮ জন।চেয়ারম্যানপদে ৯ জন-চেয়ারম্যান জি, এম, মাছুদুল আলম (টেবিলফ্যান প্রতীক), সাবেক চেয়ারম্যান জি, এম, শফিউল আযম লেনিন (নৌকা প্রতীক), সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক আলী (মটর সাইকেল প্রতীক),আব্দুল্যাহ আল মামুন (হাতপাখা প্রতীক), মোঃ আব্দুর রহিম (রজনীগন্ধা প্রতীক), জি,এম,আবিয়ার রহমান (আনারস প্রতীক), গাজী মোস্তফা কামাল (চশমা প্রতীক), আব্দুল্লাহ আল আমিন (ঘোড়া প্রতীক) ও রবিউল ইসলাম জোয়াদ্দার (লাঙ্গল প্রতীক)। চেয়ারম্যান প্রার্থী- সর্বোচ্চ কাশিমাড়ী ও গাবুরা-৯ জন করে,সংরক্ষিত (মহিলা)সদস্য সর্বোচ্চ পদ্মপুকুর -২নংবøক (৪,৫ও৬নং ওয়ার্ড) ৯জন ও সাধারণ সদস্য (পুরুষ) গাবুরা-৯নং ওয়ার্ড ১৭জন প্রার্থী।নির্বাচনের আমেজ শুরু হয়েছে নির্বাচনীয় ৯টি ইউনিয়নে। প্রতীক পেয়ে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের মন জয় করতে দুয়ারে দুয়ারে ছুটছেন প্রার্থী ও নেতাকর্মীরা। পোষ্টার, ব্যানার ও প্রচার মাইক দোকান গুলোতে ছিল প্রচন্ড ভিড়। প্রতীক বরাদ্দ দিনে কোন প্রকার বিশৃঙ্খল ঘটনার সংবাদ পাওয়া যায়নি। আগামী ২৬ ডিসেম্বর২০২১ রবিবার ঘোষিত ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।এ নির্বাচন কে ঘিরে স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে নির্বাচনি আচরণ বিধি যথাযথ মেনে প্রার্থীরা ও তাদের কর্মী-সমর্থকরা সংঘাত পরিহার করে ভ্রাতৃত্ব বোধ জাগ্রত রেখে সুন্দর ও শান্তিপুর্ণ নির্বাচন আশা করেন শ্যামনগরের সুশীলসমাজ। 8,619,910 total views, 11,567 views today |
|
|
|