ডেস্ক রিপোর্ট: শ্যামনগরে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ প্রবীণ ব্যক্তিদের মর্যাদাপূর্ণ জীবনযাপনে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা কনফারেন্স রুমে বেসরকারি সংস্থা সুশীলন বয়স্ক কল্যাণ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সুশীলন’র উপ-পরিচালক রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।
আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা আফিসার আরিফুজ্জামান ও নকশী কাঁথা সংস্থার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি। কর্মশালায় বুড়িগোয়ালিনী, আটুলিয়া ও মুন্সিগঞ্জ ইউনিয়নের জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও দরিদ্র প্রবীণ জনগোষ্ঠীর সদস্যরা ছাড়াও বয়স্ক কল্যাণ প্রকল্পের ম্যানেজার সাজ্জাদ হোসেন সাজু ও কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, আঃ ছাত্তার, জেসমিন আরা, সাদিয়া সুলতানা সুশীলনের উপজেলা কো-অর্ডিনেটর তাপস কুমার মিত্র প্রমূখ উপস্থিত ছিলেন।