নিজস্ব প্রতিনিধি : “আমরা তোমাদের ভুলব না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২১ উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভার শুরুতেই শহিদদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস এঁর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, আবুল হাসান, জি.এম আলতাফ হোসেন, কানাই লাল মজুমদার, সহকারী শিক্ষক মো. কাবিজুল ইসলাম, নারগিস আরা প্রমুখ। এর আগে সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে সকল শহিদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গাজী মোমিন উদ্দিন।