ডিসেম্বর ১৫, ২০২১
শনিবার থেকে শিল্পকলায় শুরু হচ্ছে পাঁচদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব
ডেস্ক রিপোর্ট : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে জেলা পর্যায়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশের সকল জেলা ও উপজেলার সাংস্কৃতিক কর্মকান্ড বেগবান করার লক্ষ্যে ৫দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী ১৮ ডিসেম্বর শনিবার থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা অবধি শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমিতে ‘সাংস্কৃতিক উৎসব ২০২১’ উদযাপন করা হবে। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে এ তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সাংস্কৃতিক উৎসব উদযাপন কমিটি ২০২১ এর আহŸায়ক কাজী আরিফুর রহমান। তিনি জানান, ‘অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, লালন গীতি, লোক গীতি, আঞ্চলিক গান (নিজ জেলা), জারি-সারি, মুর্শীদি গান, বাউল সংগীত, বঙ্গবন্ধুর উপর রচিত, ডিজিটাল বাংলাদেশ, উন্নয়ন নিয়ে রচিত ও নৃত্য, মুক্তিযোদ্ধাদের মুখে মুক্তিযুদ্ধের ইতিহাসসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে’। অতিরিক্ত জেলা প্রশাসক আরো জানান, ‘সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এ সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করবেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। সভাপতিত্ব করবেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। এছাড়া উদ্বোধনি হতে সমাপনী পর্যন্ত প্রতিদিন প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্যবৃন্দ, বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ গুণীজন উপস্থিত থাকবেন’। বুধবার অতিরিক্ত জেলা প্রশাসকের প্রেস ব্রিফিংকালে জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলটনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
8,982,308 total views, 8,560 views today |
|
|
|