ডিসেম্বর ১৪, ২০২১
শঙ্কা কাটিয়ে আমন ধান সংগ্রহে ব্যস্ত কৃষক বোরো আবাদ শুরু
নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় নানা প্রাকৃতিক প্রতিক‚লতা ও নানা শঙ্কা কাটিয়ে চলতি আমন মৌসুমের আমন ধান সংগ্রহে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি চলতি বোরো মৌসুমে বোরো ধানের আবাদের প্রাথমিক কাজও বেশ জোরে সোরে শুরু করছেন স্থানীয় কৃষকরা। 9,024,372 total views, 920 views today |
|
|
|