ডিসেম্বর ১৭, ২০২১
রোটাঃ এ.কে.এম আনিছুর রহমানের মৃত্যুতে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র গভীর শোক
![]() সাতক্ষীরার চায়না বাংলা শপিং সেন্টার ও সিবি হসপিটালের এমডি এবং দৈনিক সুপ্রভাত পত্রিকার সম্পাদক রোটাঃ এ.কে.এম আনিছুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন রোটারী ক্লাব সাতক্ষীরা’র নেতৃবৃন্দ। এ.কে.এম আনিছুর রহমান (১৬ ডিসেম্বর) অনুমান দুপুর ১টার দিকে দুবাইতে একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ক্লাব প্রেসিডেন্ট শফিউল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট এনছান বাহার বুলবুল, ফারহা দীবা খান সাথী, রোটাঃ পিপি বিশ^জিৎ ঘোষ, আলহাজ¦ নজরুল ইসলাম, বিশ^জিৎ সাধু, ডা. সুশান্ত কুমার ঘোষ, আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, মাহফুজা রুবি, মাগফুর রহমান, ডা. মনোয়ার হোসেন, আশরাফুল করিম ধনি, হাবিবুর রহমান হবি, তুহিন, সাগর, মানুন, নুর ইসলাম ঢালী, রনি, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, শামীমা পারভীন রত্মা, নাজমুন নাহান মুন্নি, জেসমিন আকতার চন্দন, প্রফেসর ভূধর সরকার, মিজানুর রহমান, অলিউর রহমান, আতাউর রহমান, মোস্তাফিজুর রহমান নাসিম, মনিরুজ্জামান টিটু, মিজানুর রহমান মিজান, মো. মশিউর রহমান, মো. কামরুজ্জামান রাসেল, এ্যাড. মধু, রেহেনা পারভীন মিনু, বাবু খান, আকতারুজ্জামান কাজল, ইমদাদ বাবু, আনিছুর রহমান, ডা. আনিছুর রহমান, পুলক পালসহ রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র নেতৃবৃন্দ। (প্রেস-বিজ্ঞপ্তি)।
9,024,509 total views, 1,057 views today |
|
|
|