Site icon suprovatsatkhira.com

রেডিও নলতার শ্রোতা ক্লাবের জরুরী স্বাস্থ্য সেবা সেন্সেটাইজেশন কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : রেডিও নলতার উদ্যোগে শ্রোতা ক্লাবের জরুরী স্বাস্থ্য সেবা বিষয়ক সেন্সেটাইজেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিসিআরএর অর্থায়নে রেডিও নলতার হল রুমে “শ্রোতা ক্লাবের সদস্যদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন নলতা হাসপাতাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউÐেশনের সুপারিনডেন্ট ডা: আবুল ফজল মাহমুদ বাপ্পি।

বিশেষ আলোচক ছিলেন নলতা হাসপাতাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউÐেশনের প্রস্থেটিক সেন্টারের ইনচার্জ জসিমউদ্দীন। কর্মশালাটি রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন রেডিও নলতার অনুষ্ঠান বিভাগের প্রধান মামুন হোসেন, সহকারী অনুষ্ঠান প্রযোজক রাশিদা আক্তার, টেকনিক্যাল অফিসার সাব্বির হোসাইন, রেডিও নলতার হিসাবরক্ষক আকতারুজ্জামান মিলন, সংবাদ বিভাগের প্রধান রবিউল ইসলাম প্রমুখ। দিনব্যাপী এ কর্মশালায় রেডিও নলতার শ্রোতা ক্লাবের ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা কীভাবে নিজ নিজ এলাকায় স্বাস্থ্য সেবা সম্পর্কে সকলকে সচেতন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version