ডিসেম্বর ১৩, ২০২১
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের রেউর বাজার ও বাঁশদহা বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিদর্শন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলার বাজার তদারকি টিম। বাজার মূল্য নিয়ন্ত্রণ তদারকিতে সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় এসব বাজার পরিদর্শন করা হয়। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা সদস্য মো. সাকিবুর রহমান ও জেলা পুলিশ ফোর্সের সহায়তায় তদারকি পরিচালনা করেন সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। এ সময়ে সাথে ছিলেন সেনেটারি ইন্সপেক্টর রথীন্দ্রনাথ সরকার। বাজার তদারকি টিমটি হোটেল, ঔষধ, পল্লী চিকিৎসক ও মুদি দোকানে ভোক্তা পর্যায়ে বিক্রয় পণ্য তদারকি, প্রতিষ্ঠান ও ক্রেতাদেরকে পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করেন। মনিটরিং এর সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-০৯ বাস্তবায়নে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-০৯ এর ৪৩, ৪৪ ও ৫১ ধারা লঙ্ঘনের অপরাধ চিহ্নিত হওয়ায় প্রশাসনিক ব্যবস্থায় রেউর বাজারে মেসার্স মনোয়ারা ফার্মেসিতে ১০ হাজার ও সুমাইয়া ফার্মেসিতে ৩ হাজার এবং বাঁশদহা বাজারে কিনুর হোটেলে ৩ হাজার সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়। 8,971,575 total views, 3,257 views today |
|
|
|