ডিসেম্বর ১, ২০২১
বুধহাটা প্রতিবন্ধীকে টুরস ও ট্রাভেল সেন্টারের সহায়তা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটার প্রতিবন্ধী রোগী আঃ রহমানকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এজন্য উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও জনপ্রতিনিধিগণ সাহায্য নিয়ে এগিয়ে আসলেও দীর্ঘ দিনের চিকিৎসা পরিচালনা করতে সব অনুদানের টাকা শেষ হয়ে গেছে। বর্তমানে করুন অবস্থার মধ্যে তাদের দিনাতিপাত হচ্ছে। প্রতিবন্ধী ও চরম কষ্টে থাকা রোগী আঃ রহমানকে সহায়তা দানের জন্য বুধহাটা টুরস ও ট্রাভেলস সেন্টারের সভাপতি আমিনুর রশিদের নেতৃত্বেন তার বাড়িতে গমন করেন সেন্টারের নেতৃবৃন্দ। তারা আঃ রহমানের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন। এসময় সেন্টারের সেক্রেটারী ইয়াসির আরাফাত ড্যানিশ, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, কোষাধ্যক্ষ বাবুল হোসেন, সদস্য উজ্জল বিশ্বাস, আবু হেনা, ডাঃ প্রবীর সরকার, মতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 8,971,606 total views, 3,288 views today |
|
|
|