Site icon suprovatsatkhira.com

ফ্রি গাইনী ও শিশু স্বাস্থ্য বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা

চাম্পাফুল প্রতিনিধি: আর্থসামাজিক প্রতিষ্ঠান উন্নয়ন এর উদ্যোগে চাম্পাফুল কমিউনিটি ক্লিনিকে ফ্রি গাইনী ও শিশু স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হয়েছে।
পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগী সংস্থা উন্নয়ন ৩০ নভেম্বর ক্যাম্পের আয়োজন করে।
কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল প্রকল্প ইউনিটের আওতায় চাম্পাফুল কমিউনিটি ক্লিনিকে প্রসপারিটি প্রকল্পের সৌজন্যে ক্যাম্পটি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পরিচালনা করা হয়।

রোগী দেখেন ডাক্তার তানিয়া সুলতানা এমবিবিএস (ডি এম ইউ আলট্রা) পিজিটি (গাইনি অবস)। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন, প্রকল্প সমন্বয়কারী তারেকুর রহমান।
ক্যাম্পে ৭৬ জন রোগীকে ব্যবস্থাপনা পত্র প্রদান, রেফারেল ও ঔষধের ব্যবস্থা করা হয়।
পরবর্তী তিন মাস পর্যন্ত রুগিগুলোকে প্রসপারিটি প্রকল্প থেকে ক্লোজ মনিটরিং করা হবে। যাতে পরবর্তীতে স্বাস্থ্য ঝুকি কম থাকে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version