ডিসেম্বর ৬, ২০২১
পানিতে ভাসছে বেদে পরিবারের আস্তানা
দেবহাটা প্রতিনিধি : যাযাবর জাতি বেদুইন থেকে আজকের বেদে জাতি। যাদের নিজস্ব আবাসভূমি নেই। বছরের বিভিন্ন সময়ে তারা দেশের বিভিন্ন স্থানে জীবন জীবিকার তাগিদে অস্থায়ী আবাসন গড়ে তোলে। মাদুলি বিক্রি, গাছগাছালির ঔষধ বিক্রি, সাপের খেলা, বানরের খেলা, টোটকা, কবিরাজি, ঝাড়ফুঁক, তাবিজ বিক্রি প্রভৃতির মাধ্যমে অর্থ উপার্জন করে। দেশের বিভিন্ন এলাকার ন্যায় দেবহাটা উপজেলার সখিপুর মোড় সংলগ্ন সেরাজুজ্জামান (জামান) এর জমিতে প্রতিবছর বেদের দল এসে আস্তানা গাড়ে। এবারও বর্ষা মৌসুমের পরে তারা এসে হাজির। কিন্তু তাদের চলার পথে ছন্দ পতন ঘটাচ্ছে অসময়ের এই বর্ষা। নিচু জমিতে খুপরি তৈরি বলে বর্ষায় জলাবদ্ধতার কারণে অনেকে রাস্তার উপরে দোকানের সামনে উঠেছে। মাদরীপুর থেকে আগত মৌসুমি নামক একটা নারী বাচ্চা কোলে নিয়ে হাঁটু পানিতে নিমজ্জিত ঘর থেকে বাহিরে আসার সময়ে তার ছবি তুলতে গেলে বলে সাহেব ছবি তুলে কি হবে? আমরা কিছুই পাই না। কেউ আমাদের সহযোগিতায় হাত বাড়ায় না। কথাটা কতটুকু সত্য জানি না! তবে যদি সত্য হয়, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি যেন তাদের স্থায়ী আবাসনসহ পুনর্বাসন করার ব্যবস্থা করা হয়। 8,982,023 total views, 8,275 views today |
|
|
|