ডিসেম্বর ৮, ২০২১
নুরনগরে মেম্বর প্রার্থীর মৃত্যু
এস, এম মোস্তফা কামাল : শ্যামনগরের নুরনগর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ২৩ বছরের সাবেক সফল মেম্বর জি এম নজরুল ইসলাম (৬০) আকস্মিক মৃত্যু বরণ করেছেন। আসন্ন ২৬ ডিসেম্বর নির্বাচনে তিনি ফুটবল প্রতীকের প্রার্থী ছিলেন। বুধবার (৮ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জি এম নজরুল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফুটবল প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। বুধবার দুপুরে শ্যামনগরের জননী ছাপাখানা প্রেসে নির্বাচনি পোষ্টার ও ব্যানার নিতে যান তিনি। সেখানে তার আকর্ষিক বুক ব্যথা শুরু হলে স্থানীয়রা তাকে তাৎক্ষণিক শ্যামনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সমর্থক ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। 8,971,300 total views, 2,982 views today |
|
|
|