নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটির নির্বাচনে বিভিন্ন পদে একটি প্যানেলে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।
ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষ জানান, আজ (১৩ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো।
অভিভাবক সদস্য পদে ৫ জন,সংরক্ষিত মহিলা অভিভাবক পদে ১ জন,সাধারণ শিক্ষক প্রতিনিধি পদে ২ জন,সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পদে ১ জন এবং দাতা সদস্য পদে ১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
তফসিল অনুযায়ী আগামি ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই,১৮ ডিসেম্বর প্রত্যাহার এবং ২৯ ডিসেম্বর নির্বাচন। যেহেতু একটিই মাত্র প্যানেল সেহেতু নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বলে জানান তিনি।