ডিসেম্বর ১২, ২০২১
দেবহাটায় সাত আসামি গ্রেফতার
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় সাজাপ্রাপ্ত ২ জন আসামিসহ ওয়ারেন্ট-ভুক্ত আরো ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার অভিযান চালিয়ে তাদেরকে আটক করে দেবহাটা থানা পুলিশ। অভিযানে ৯ মাসের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার ঘড়িয়াডাঙ্গা গ্রামের তাজউদ্দীন কারিকরের ছেলে শাহ-আলম বাবু, ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি উত্তর সখিপুরের মুজিবর রহমানের ছেলে বাবুল হোসেনকে গ্রেফতার করে। এছাড়া ওয়ারেন্ট-ভুক্ত আসামি আতপুর গ্রামের মৃত ধনাই সানার ছেলে গোলাম সানা, সখিপুর ঋষিপাড়ার মৃত বাসু দেবের ছেলে মহেন্দ্র দাস, বসন্তপুর গ্রামের মৃত আদর আলী গাজীর ছেলে মহিদুল গাজী, উত্তর পারুলিয়ার সামসুর রহমানের ছেলে সেলিম রেজা ও সখিপুরের কাজিমহল্যা গ্রামের মৃত শেখ আব্দুর রশিদের ছেলে শেখ মতিউর রহমানকে গ্রেফতার করে। রবিবার (১২ ডিসেম্বর) আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, দেবহাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 8,971,703 total views, 3,385 views today |
|
|
|