ডিসেম্বর ১৫, ২০২১
দেবহাটায় ওয়েভ ফাউন্ডেশনের এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ প্রকল্প অবহিতকরণ ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা বিআরডিবি হল রুমে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ক্রীড়া ব্যক্তিত্ব আফছার আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। ওয়েভ ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী জহীর উদ্দীনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহকারী বিআরডিবি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও সেন্ট্রাল হাই স্কুল সুবর্নাবাদের সহকারী শিক্ষক সঞ্জয় সরকার। এসময় ইউপি সদস্য আজগার আলী, আলফাতুন্নেছা, বিশিষ্ট সমাজ সেবক উত্তম রায়সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় সর্ব সম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবকে সভাপতি, যথাক্রমে উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস ছাত্তার ও ইউপি সদস্য আলফাতুন্নেছাকে সহ সভাপতি, শিক্ষক সঞ্জয় সরকারকে সাধারণ সম্পাদক, সমাজ সেবক উত্তম রায়কে যুগ্ম সম্পাদক এবং ৪জন কার্যনির্বাহী সদস্য ও ১৬জন সদস্যসহ সর্বমোট ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়। 8,971,195 total views, 2,877 views today |
|
|
|