ডিসেম্বর ৯, ২০২১
দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের মানববন্ধন-আলোচনা সভা
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।পরে উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে “আপনার অধিকার, আপনার দায়িত্ব” দুর্নীতিকে না বলুন; এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা সড়কে র্যালি ও মানব বন্ধন পরবর্তী উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত মল্লিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব টাউন শ্রীপুর শরচ্ছন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আফছার আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, দেবহাটা হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, সদস্য ও বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রফিক, ইউপি সদস্য আলফাতুন্নেছা প্রমুখ উপস্থিত ছিলেন। 9,024,418 total views, 966 views today |
|
|
|