ডিসেম্বর ২, ২০২১
দেবহাটার জামিয়া উলূম মাদরাসায় অভিভাবক সমাবেশ
দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার প্রাণকেন্দ্র পারুলিয়া জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম মাদরাসা ও এতিমখানায় প্রতিবছরের ন্যায় এবারও অভিভাবক সমাবেশ ২০২১Ñ২২ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টা হতে বাদ জোহর পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আব্দুস সবুর সাহেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আমিরুল ইসলাম হেলালী, মুফতি রাকিব হাসান, মাওলানা আবু নাঈম ও ক্বারী ফজলুল হক আমেনী প্রমুখ। প্রতিষ্ঠানটির আয়োজনে শত শত অভিভাবক ও ছাত্রÑ ছাত্রীরা উপস্থিত ছিলেন। এবং ছাত্রÑ ছাত্রীদের কুরআন তেলাওয়াত, মাসয়ালা মাসায়েল, দোয়া, হাদিস ও বাংলা, ইংরেজি, আরবি হাতের লেখা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের নাজেমে তালিমাত মুফতি তাজুদ্দীন। সভাপতি সাহেব তাঁর বক্তব্যে আম্ফানে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের অবকাঠামো সংস্কারের সহায়তা এবং নতুন ছাত্রÑ ছাত্রী ভর্তির আহŸান করেন। অনুষ্ঠানের শেষে মুনাজাত পরিচালনা করেন পারুলিয়া সেড জামে মাসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেব। 8,971,268 total views, 2,950 views today |
|
|
|