ডিসেম্বর ৯, ২০২১
দুদক-এর উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে দুর্নীতি বিরোধী মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্নীতি দমন কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র্যালি বের হয়ে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি মো. জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক শামীম আহমেদ, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, ডিএফইডির জোনাল ম্যানেজার মো. নাসির উদ্দিন, ডিএফইডির এরিয়া ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজার প্রমুখ। অনুষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভলমেন্ট অংশ নেন। সভায় বক্তারা বলেন, মানুষ সচেতন হলে সমাজের সকল দপ্তর থেকে দুর্নীতি রোধ করা সম্ভব। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
8,982,464 total views, 8,716 views today |
|
|
|