ডিসেম্বর ১৯, ২০২১
তালায় সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা লেগে ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : তালায় সেনাবাহিনীর গাড়ির সাথে ধাক্কা লেগে এক নার্সারি ব্যবসার মৃত্যু হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা-খুলনা মহা-সড়কের তালা উপজেলার শোভাশুনি বাজারে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আতিয়ার রহমান (৫৫) তালা উপজেলার পাটকেলঘাটা থানার জুজখোলা গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে ছেড়ে আসা বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি গাড়ি দুপুর ২ টার দিকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে তালা উপজেলার শোভাশুনি বাজারস্থ সাতক্ষীরা-খুলনা মহা-সড়কে পৌঁছালে নার্সারি ব্যবসায়ী আতিয়ার রহমান সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক ভাবে সেনাবাহিনীর গাড়িতে করে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে’। 8,982,241 total views, 8,493 views today |
|
|
|