Site icon suprovatsatkhira.com

তার বড় গুণ ছিল মানুষের পাশে থেকে সেবা করা–এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ : চায়না বাংলা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান এর মৃত্যুতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) রাতে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে (লেক ভিউ’তে) সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের আয়োজনে দোয়ানুষ্ঠানের আলোচনা সভায় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আনিছ এর বড় গুণ ছিল মানুষের সেবা করা ও মানুষের পাশে থাকে। তার ভাল গুণের কথা বলে শেষ করা যাবেনা। টাকা থাকলেই মানুষ ভাল কিছু করতে পারেনা। মানুষের উপকার করার প্রবণতা ছিল। তার জানাযা প্রমাণ করে সেবার মন মানুষিকতা ছিল।

ক্রীড়াঙ্গণে ও তার অনেক অবদান রয়েছে। গরীব ও মেধাবী খেলোয়াড়দেও বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়েছে। আনিছ একজন সৎ ও সাহসী ভাল মানুষ ছিল বলেই তার জানাযায় মানুষের ঢল নেমেছিল। সে মানুষের সেবার জন্য সিবি হসপিটাল, সুদূও সুন্দরবনের পাশে রিসোর্ট করেছে। ঢাকা ও খুলনাতে আনিছের সৃষ্টি ও হাতে গড়া সি বি হসপিটাল’র কথা অনেকে বলে থাকে। আমরা আশা করি ভাল কাজের জন্য মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন।”

দোয়ানুষ্ঠানের আলোচনা সভায় প্রয়াত এ.কে.এম আনিছুর রহমানের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও টাউন স্পোটিং ক্লাবের সভাপতি শেখ আজহার হোসেন, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান, নির্বাহী সদস্য তানজিম কালাম তমাল, পৌর এিনপির সভাপতি হাবিবুর রহমান হবি, দৈনিক যুগেরবার্তা সম্পাদক আবু নাসের মো. আবু সাঈদ, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি কনসালটেন্ট ডা. সুমন কুমার দাস, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, এরিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আইনুল ইসলাম নান্টা, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, প্রয়াত এ.কে.এম আনিছুর রহমান এর মেঝ ভাই আশিকুর রহমান, রফিকুজ্জামান খোকন, ব্রাদাস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মুকুল, টিএন্ডটি ক্লাবের শেখ তহিদুর রহমান ডাবলু, সদও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সফি উদ্দিন শফি, মীর তাজুল ইসলাম রিপন প্রমুখ।

চায়না বাংলা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান এর মৃত্যুতে দোয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তারা বলেন, এ.কে.এম আনিছুর রহমানের কর্মজীবনের স্মৃতিচারণ করে এত অল্প সময়ে শেষ করা যাবেনা।

একজন স্বপ্নের বাজিগার’র মৃত্যু হয়েছে। যিনি সাতক্ষীরার মানুষদের সেবায় নিবেদীত প্রাণ হিসাবে কাজ করে গেছেন। তার সৃষ্টি ও স্মৃতি চায়না বাংলা ও সিবি হসপিটাল সাতক্ষীরাবাসীকে সারা জীবন মনে করিয়ে দেবে। তার সকল সৃষ্টি প্রতিষ্ঠান তার নির্দেশিত পথে এগিয়ে নিয়ে যাবে তার উত্তরসূরীরা। এসময় গন্যমান্য ব্যক্তিবর্গ, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন ক্লাব নেতৃবৃন্দ ও সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইদ্রিস বাবু । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হাসান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version