ডিসেম্বর ১০, ২০২১
গণ ফোরাম সাতক্ষীরা সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন
শুক্রবার সকাল ১০টায় গণ ফোরাম সাতক্ষীরা সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সদর উপজেলা শাখার আহŸায়ক প্রভাষক কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও জেলা শাখার আহŸায়ক আলীনুর খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ ফোরাম সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহŸায়ক মো: নজরুল ইসলাম, ফারুক আহমেদ খান পপ্পু, সদস্য সচিব প্রভাষক জাহাঙ্গীর হোসেন, আশাশুনি উপজেলার আহŸায়ক আসাদুল হক লাল্টু, কলারোয়া উপজেলার আহŸায়ক শাহিনুর ইসলাম শাহীন, কালিগঞ্জ উপজেলার আহŸায়ক মাহমুদুল্লাহ, সদর উপজেলার সদস্য সচিব রবিউল ইসলাম রবি, যুগ্ম আহŸায়ক আহম্মাদ আলী, জাহাঙ্গীর হোসেন, আবু ইছা, যুগ্ম সদস্য সচিব কাজী সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বিজয়ের মাসে দু:শাসন, দুর্নীতি, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য গণ ফোরাম সভাপতি মোস্তফা মহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরির নেতৃত্বে দেশব্যাপী রাজনৈতিক সামাজিক,পেশাজীবি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে এই সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য গণ ফোরামকে সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহŸান জানান। আগামী ২৫ শে ডিসেম্বর গণ ফোরাম সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনকে সফল করার জন্য সকল উপজেলা কমিটিকে আহŸান করা হয়। সম্মেলন শেষে প্রভাষক কবির হোসেনকে সভাপতি রবিউল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক ও কাজী সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ৪১ সদস্য বিশিষ্ট গণ ফোরাম সদর উপজেলা কমিটি গঠন করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)।
9,024,338 total views, 886 views today |
|
|
|