ডিসেম্বর ১০, ২০২১
খেলোয়াড়দের মাঝে এমপি রবির জার্সি প্রদান
মাহফিজুল ইসলাম আককাজ : খুলনাতে অনুষ্ঠিতব্য অনুর্দ্ধ ২১ একাডেমি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের জার্সি প্রদান করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকাল ৫টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের মাঝে এ জার্সি প্রদান করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উল্লেখ্য যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র আয়োজনে খুলনাতে শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুর্দ্ধ ২১ একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ অনুষ্ঠিত হবে। ১১ ডিসেম্বর অনুর্দ্ধ ২১ একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ এর খেলায় মমতা ক্রিকেট একাডেমি মেহেরপুরের সাথে মুখো-মুখি হবে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি। সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের মাঝে এ জার্সি প্রদানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছে নদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আইনুল ইসলাম নান্টা, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আল-আমীর কবির চৌধুরী ডেভিড, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, বিসিবি’র কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু, এরিয়ান্স ক্লাবের কর্মকর্তা জাহিদ হাসান আলতু, রিন্টু ও লালু প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি বিজয়ের লক্ষ্যে খেলোয়াড়দের জন্য দোয়া করেন এবং সেই সাথে ক্রিকেটে সাতক্ষীরার সুনাম ধরে রাখতে সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের চ্যাম্পিয়ন হওয়ার আহŸান জানান।” এসময় সাতক্ষীরা ক্রিকেট একাডেমির কর্মকর্তা খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
8,982,153 total views, 8,405 views today |
|
|
|