ডিসেম্বর ১৩, ২০২১
খাজরায় চেয়ারম্যান প্রার্থী ডালিমের নৌকার অফিস উদ্বোধন
![]() খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় আসন্ন ইউপি নির্বাচন ২০২২ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী এসএম শাহনেওয়াজ ডালিমের কয়েকটি নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে দেয়াবর্ষিয়া,খালিয়া রাজবংশীপাড়া,সানাপাড়া চেউটিয়া,খাজরা বাজারে দুই বারের সফল চেয়ারম্যান,বর্তমান আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এসএম শাহনেওয়াজ ডালিম প্রধান অতিথি হয়ে এ নির্বাচনী অফিস উদ্বোধন করেন। নির্বাচনী অফিস উদ্বোধনকালে প্রার্থী ডালিম জানান,নির্বাচনী অফিসগুলো নিয়ম মেনে পরিচালিত করতে হবে। বিশেষ করে চলমান এইসএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে উচ্চ স্বরে শব্দ যন্ত্র বাজানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। মুসলিম ধর্মালম্বী অনুসারীদের আজান ও নামাজের সময় গুলোর দিকে লক্ষ্য রাখতে। নির্বাচনী আইন কোন ভাবেই লজ্ঞন করা যাবে না। তিনি আরও জানান,নৌকা প্রতিক মানেই শান্তি ও উন্নয়নের প্রতিক। বিগত দুই বারে জনগন আমাকে যে ভাবে বিপুল ভোটে জয়লাভ করিয়েছে এবার মাননীয় প্রধান মন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতিককে বিজয়ী করতে সকলের কাছে তিনি ভোট প্রার্থনা করেন। এসময় রিপন হোসেন,সাইফুল ইসলাম কাজল,আনারুল ইসলাম,সুব্রত,বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল,হায়দার শেখ,প্রদ্বীপ চক্রবর্তী,শামিম হোসেন,আবু হাসান,মাওঃ শহিদুল ইসলাম,মাহবুবার রহমান,সলেমান গাজী,সোহাগ ঢালী,ইব্রাহিম গাজীসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী,সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 9,013,190 total views, 10,413 views today |
|
|
|