নিজস্ব প্রতিনিধি: “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” স্লোগানকে সামনে রেখে বে-সরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) কালিগঞ্জ ব্র্যাক অফিসের সামনে শাখা ব্যবস্থাপক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ূন কবীর মন্ডল,উপজেলা ম্যানেজার ইফতিখার হোসেন,এ্যাসোসিয়েট অফিসার হাবিবুর রহমান প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে ব্র্যাক সর্বদা সচেষ্ট ও সজাগ। নির্যাতিত নারীদের সামাজিক সকল সুবিধা নিশ্চিত করা সহ সকল প্রকার আইনি সহায়তা করা থাকে। এছাড়া জাতিসংঘের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে বক্তরা বলেন , প্রতি ৩ জনের মধ্যে একজন নারী তাদের জীবনে নির্যাতনের মুখোমুখি হয়েছেন। কোভিড-১৯ মহামারি, মানবিক সংকট, সংঘাত ও জলবায়ু বিপর্যয়সহ সংকটের সময় এ সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক পরিচালিত ২০১১ সালের জরিপ মতে, শতকরা ৮৭ ভাগ নারী স্বামীর মাধ্যমে কোন না কোন ধরনের নির্যাতনের শিকার হয় বলে জানান তারা।