ডিসেম্বর ৩১, ২০২১
কলারোয়ায় বিজ্ঞান প্রযুক্তি মেলার সমাপণী
ফারুক হোসাইন রাজ, কলারোয়া প্রতিনিধি: স্মার্টফোনে আসক্তি, পড়াশোনায় ক্ষতি’- এ প্রতিপাদ্যে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার সমাপণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে। সিনিয়র গ্রুপের পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে- শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, কলারোয়া সরকারি কলেজ ও বেগম খালেদা জিয়া কলেজ। জুনিয়র গ্রুপে প্রথম ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কৃষ্ণ সরকার, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম, বিজ্ঞান শিক্ষক প্রদীপ বিশ্বাস, শিক্ষক হুমায়ুন কবির, শামসুর রহমান লাল্টুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীবৃন্দ।
বিচারকমন্ডলীতে ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস।
8,592,918 total views, 797 views today |
|
|
|