ডিসেম্বর ৪, ২০২১
কলারোয়ায় প্রাণী সম্পদের ডা: সাইফুলের দৌরাত্ম্যে নি:স্ব খামারিরা
নিজস্ব প্রতিনিধি: কলারোয়া প্রাণী সম্পদ অফিসের ভেটেনারি সার্জনের বিরুদ্ধে পাহাড়সম অভিযোগ উঠেছে। সরকরী দায়িত্ব পালন করার আড়ালে তিনি সরকারি ওষুধ খোলা বাজারে বিক্রি প্রাণী খাদ্য আত্মসাতসহ অবৈধভাবে কাড়ি কড়ি অর্থ হাতিয়ে নিচ্ছেন। মহা ক্ষমতাধর এই ভিএসের নাম ডা: সাইফুল ইসলাম। অভিযোগ তিনি মাস্তানি স্টাইলে পুরো অফিসের কর্মকর্তাসহ কর্মচারীদের তোড়াই কেয়ার করে চলেন। অবস্থা দৃষ্টে মনে হয় সরকারের চাকুরি বিধি মান্য করা যেন তার সাথে যায় না।
সম্প্রতি পাণীখাদ্য ৩০ কেজির স্থলে ২০/২৫ কেজি বিতরণকে কেন্দ্র করে জনৈক খামারি ও এক সংবাদ কর্মীর হামালার ভিডিও ভাইরাল হওয়ার পর বেরিয়ে আসছে তার একের পর এক অপকর্ম।
আমার অসুস্থ গরুর চিকিৎসার কথা শুনে ভিএসের দালাল মিজানুর বলেন আপনার গরু বাড়িতে নিয়ে যান আমি ও সাইফুল স্যারকে নিয়ে আপনার বাড়ি আসছি। প্রাণী সম্পদ অফিসে গরুটির চিকিৎসা দিতে অনুরোধ করলে ভিএস গরু নিয়ে বাড়ি যেতে বলেন। অন্যথায় চিকিৎসা হবে না বলে হুমকির শুরে নির্দেন করেন। নিরুপায় হয়ে তিনি গরু নিয়ে বড়ি ফেরেন। অফিস টাইম চলাকালিন সময়ে দালাল মিজানু ভিএসকে নিয়ে তার বাড়িতে যেয়ে সরকারি স্যালাইন ও ইনজেকশন দিয়ে ২৫০০ টাকা আদায় করে। এসময় উক্ত চিকিৎসা ব্যবস্থা প্রাণী সম্পদ অফিস/ হাসপাতালে কেন দেয়া হলো না জিজ্ঞাসা করলে ভিএস উত্তর না দিয়ে টাকা নিয়ে চলে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ভেটেরিনারি সার্জন সাইফুল ইসলামের বিরুদ্ধে আছে নানা অভিযোগ। খামারিদের চিকিৎসা না দিয়ে সারা দিন কোম্পানির লোক নিয়ে বসে থাকেন। 8,597,146 total views, 5,025 views today |
|
|
|