লাঙ্গলঝাড়া (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়া পৌরসভার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৫ ডিসেম্বর) বেলা ১২টায় পৌরসভার অডিটোরিয়ামে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়। পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তালা- কলারোয়ার সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কেঁড়াগাছি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সোনাবাড়ীয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বেনজির হেলাল।
এছাড়া আ’লীগ নেতা প্রোফেসর আব্দুর রহিম, মাস্টার আজিজুর রহমান, মাস্টার হাফিজুর রহমান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
8,971,155 total views, 2,837 views today