নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় তীব্র কনকনে শীতের রাতে অসহায় ও গরীব শীতার্ত মানুষের মাঝে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে শীতের কষ্ট লাঘবে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা এমপির নির্দেশনায় প্রকৃত অসহায় শীতার্ত খুঁজে খুঁজে শনিবার (১৮ ডিসেম্বর) রাতে পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের কুখরালী ও ফুলতলাসহ বিভিন্ন এলাকায় পথচারী, ছিন্নমুল ও শীতার্ত অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষে শীতবস্ত্র কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সদর এমপি মহোদয়ের একান্ত ব্যক্তিগত সহকারি শেখ মাহফুজুর রহমান ও নুর মনোয়ার প্রমুখ।