ডিসেম্বর ১১, ২০২১
আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষা ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার ২০২১ সালের অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষার ফলাফল আনন্দঘন পরিবেশে ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে মাদ্রাসার অধ্যক্ষ মো: রুহুল আমিনের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানটির গভারনিং বডির সভাপতি ডা.আবুল কালাম বাবলা। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ উপস্থিত শিক্ষকরা বক্তব্য রাখেন। প্রধান অতিথি ডা.আবুল কালাম বাবলা আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় লেখাপড়ার মান যে কোন সময়ের চেয়ে বর্তমানে বেশ ভাল অবস্থানে রয়েছে। নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ, জনগণের প্রতি শ্রদ্ধাশীল ও দায়বদ্ধ করে গড়ে তোলার এবং সুপ্ত প্রতিভা বিকাশের দীক্ষায় আগামী প্রজন্ম তৈরি করার লক্ষ্যে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখছি। ডিজিটাল কন্টেন্ট তৈরি করে মাল্টিমিডিয়ায় পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা সফরের মাধ্যমে দেশের জাতীয় ইতিহাস, ঐতিহ্য এবং বাঙালি জাতিকে জানার প্রচেষ্টা অব্যাহত আছে। মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টিরও প্রত্যাশা করেছেন অধ্যক্ষ মো: রুহুল আমিন। 9,024,171 total views, 719 views today |
|
|
|