আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি সরকারি কলেজের ১৩ কর্মচারী এডহক ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। দীর্ঘদিনের বঞ্ছনা ও দুশ্চিন্তার অবসান ঘটায় কর্মচারীদের মনে স্বস্তি ফিরে এসেছে।
আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ কলেজে যোগদানের মাত্র দেড় মাসের মধ্যে ঐকান্তিক প্রচেষ্টার ফসল হিসাবে অবহেলিত কমর্চারীদের মুখে হাসি ফুটাতে সক্ষম হয়েছেন। এই মহৎ কাজটি দু’বছর আগেই সম্পন্ন করা সম্ভব ছিল। কিন্তু কলেজের তৎকালীন অধ্যক্ষ এর আগ্রহ না থাকার কারনে সেটি সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরাসহ এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ধারনা ও বিশ্বাস।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা গত ৯/১২/২১ তাং –৮৯০ নং স্মারকের অফিস আদেশে জানাগেছে, এডহক নিয়োগ প্রাপ্ত সৌভাগ্যন ব্যক্তিরা হলেন, গ্রন্থগারিক রায়হান মোস্তফা, প্রদর্শক রসায়ন সরোজিৎ কুমার মন্ডল, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মু. নফিল উদ্দিন, জি এম আকরামুজ্জামান, শফিকুল ইসলাম ও বিচিত্রা রায়, হিসাব সহকারী সুভাস চন্দ্র মন্ডল, অফিস সহায়ক আবু মুছা ও গোলাম মোস্তফা।