আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বাংলাদেশে বসবাসরত দলিত জনগোষ্ঠীর মানবাধিকার এবং মর্যাদা সুরক্ষায় প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন-২০১৫ পাশের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার সকালে আশাশুনি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আশাশুনি দলিত পরিষদ’র সভাপতি স্বপন দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, দলিত পরিষদের সাধারণ সম্পাদক নিমাই সরকার, সাংগঠনিক সম্পাদক সহাদেব দাস, আশাশুনি বাজার সেলুন ব্যবসায়ী সমিতির সভাপতি সমিরন শীল, তাপস দাস প্রমূখ। বক্তাগণ বলেন, অবিলম্বে বৈষম্য বিলোপ আইন ২০১৫ পাস করতে হবে এবং দলিতদের সাংবিধানিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। মানববন্ধন শেষে অংশগ্রহনকারীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/