ডিসেম্বর ১, ২০২১
আশাশুনির ৩০ ওয়ার্ডের নারীদেরকে অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা হবে যুগ্ম সচিব ইকবাল হুসাইন
আশাশুনি প্রতিনিধি: উপক‚লীয় আশাশুনি উপজেলার মানুষ প্রতি বছর বন্যা, সাইক্লোন, জলোচ্ছ¡াসে বেড়ী বাঁধ ভেঙ্গে খাদ্য পানীয় বাসস্থান ও স্বাভাবিক জীবন যাপন থেকে বঞ্চিত ও চরম বিপদাপন্নতার শিকার হয়ে থাকে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিনিয়ত এখানকার পরিবেশ পরিবর্তিত হচ্ছে এবং মানুষের জীবন মানের উপর ব্যাপক প্রভাব পড়ছে। সরকার টেকসই বেড়ী বাঁধ নির্মাণসহ মানুষের জীবন মানের উন্নয়ন ও কর্ম সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছে। আমরা উপক‚লীয় জনগোষ্ঠীর, বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প ‘জিসিএ’ এর মাধ্যমে খুলনা ও সাতক্ষীরা জেলার ৫টি উপজেলায় ৩৯টি ইউনিয়নের ১০১টি ওয়ার্ডে কাজ শুরু করেছি। প্রকল্পের মাধ্যমে জলবায়ু অভিযোজিত জীবিকার মাধ্যমে অভিযোজিত ক্ষমতা বৃদ্ধি করা হবে। বসতবাড়ি সবজি চাষ, কাঁকড়া চাষ, কাঁকড়া নার্সারি, আ্যাকোয়া-জিওপনিকস, হাইড্রোনিকস, উদ্ভিদ নার্সারি, তিল চাষ এবং কাঁকড়া ও মাছের খাদ্য প্রক্রিয়াকরণ করা হবে। যাতে নারীদের পেশাদারিত্ব, জীবিকাজ, লবণাক্ততা সহিষ্ণু নার্সারি, চারা উৎপাদন, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হবে। প্রকল্পের আওতায় ১০১৭টি দলের ৪৩ হাজার নারীকে জীবিকা সহায়তা, প্রশিক্ষণ ও উপকরণ প্রদান কর হবে। আশাশুনির ১০ ইউনিয়নের ৩০টি ওয়ার্ডে কার্যক্রম করা হচ্ছে। বুধবার (১ ডিসেম্বর) সকালে আশাশুনি এতিম ও প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে ২দিনের জীবিকা প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে জিসিএ ন্যাশনাল প্রোজেক্টের পরিচালক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ ইকবাল হুসাইনে উপরোক্ত কথা বলেন। সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বঠসু বক্তব্য রাখেন, ইউএনডিপি রিজওনাল ম্যানেজার অশোক কুমার অধিকারী। গ্রীন ক্লাইমেট ফান্ড ও বাংলাদেশ সরকারের অর্থায়নে, ইউএনডিপি’র কারিগরি সহায়তায়, বাস্তবায়ন সহযোগি ব্র্যাক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠান পরিচালনা করেন, ইউএনডিপি’র এমডিও রাশেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা উপ পরিচালক নূরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান। 8,641,792 total views, 6,791 views today |
|
|
|