Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে কাবাডি টুর্নামেন্ট উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কাবাডি টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়।
উদ্বোধনি দিনে প্রথম রাউন্ডে ৮টি জোনের টিম অংশ নেয়। প্রথম খেলায় আশাশুনি জোন ৪৭-২১ পয়েন্টে সরাপপুর জোনকে পরাজিত করে। ২য় খেলায় প্রতাপনগর জোন ৩৮-১৮ পয়েন্টে শ্রীউলা জোনকে, ৩য় খেলায় বুধহাটা জোন ২৫-৯ পয়েন্টে বিছট জোনকে এবং ৪র্থ খেলায় বড়দল জোন ২৪-১৩ পয়েন্টের ব্যবধানে দরগাহপুর জোন কাবাডি দলকে পরাজিত করে।

প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস এম আহসান হাবিব, সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, অংশগ্রহনকারি জোনের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন, ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান, আছাদুল হক, অরুন কুমার, নিলকোমল মন্ডল, মনিরুজ্জামান খান, আরিফ বিল্লাহ, উত্তম কুমার, পবিত্র দাশ, নূরুল হুদা, আলমগীর কবির। আগামী ১৫ ডিসেম্বর একই মাঠে দ্বিতীয় রাউন্ডের খেলা ও ১৬ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version