Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২১-২২ অর্থ বছরে রবি/২০২১-২২ মৌসুমে বারো উপশী জাতের প্রণোদনা কর্মসূচির আওতায় ১৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি করে ধান বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে প্রদান করা হচ্ছে। উপশী ব্রিধান ৭৪, ব্রিধান ৭১, বীনা ১০ ও ব্রিধান ৬৭ বীজ দেওয়া হচ্ছে।

এছাড়া রাজস্ব খাতের অর্থায়নে প্রদর্শনী ব্রিধান ৮১, ৮৬, ৯৯, ৮৪ ও ৮৮ এবং বিনা ১০ ধানের বীজ প্রদান করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ব্রিধান ৬৭, ৮১ ও ৮৮ প্রদর্শনী বীজ বিতরণ করা হচ্ছে। বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ পরিচালক নূরুল ইসলাম। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম, এসএপিপিও আঃ গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version