Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে চেয়ারম্যান প্রার্থী ৪, মহিলা মেম্বার ১ ও মেম্বার পদে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে ৬৫৫ জন চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাইকালে ১৫ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) উপজেলায় দায়িত্বরত রিটার্নিং অফিসারগণ যাচাই বাছ্ইা কার্যক্রম পরিচালনা করেন।
উপজেলার ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৯ জন, সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদে ১৩৯ জন ও সাধারণ আসনে মেম্বার পদে ৪৪৭ জন, সর্বমোট ৬৫৫ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাইকালে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদে ১ জন ও সাধারণ মেম্বার পদে ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
ইউনিয়ন ওয়ারি মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের পরিসংখ্যান হলো, আশাশুনি সদর ইউনিয়নে কারো মনোনয়ন বাতিল না হওয়ায় চেয়ারম্যান ৩ জন, মহিলা মেম্বার ১৫ জন ও মেম্বার ২৮ জন প্রার্থী বৈধ রয়েছেন। শ্রীউলা ইউনিয়নে কোন প্রার্থী বাতিল না হওয়ায় চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বার ১০ জন ও মেম্বার পদে ৪৫ জন প্রার্থী বৈধ রয়েছেন। বুধহাটা ইউনিয়নে কেউ বাতিল না হওয়ায় চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা মেম্বার ১৪ জন ও মেম্বার পদে ৪৩ জন বৈধ রয়েছেন। দরগাহপুর ইউনিয়নে কোন প্রার্থী বাতিল না হওয়ায় চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা মেম্বার পদে ১০ জন ও মেম্বার পদে ৪৪ জন প্রার্থী বৈধতা পেয়েছেন।

কাদাকাটি ইউনিয়নে কাউকে বাতিল না করায় চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বার ৬ জন ও মেম্বার পদে ৩২ জন বৈধ আছেন। শোভনালী ইউনিয়নে মহিলা মেম্বার ১ ও মেম্বার পদে ১ জনের মনোনয়ন বাতিল হওয়ায় চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা মেম্বার ১৪ জন ও মেম্বার পদে ৩৫ জনের মনোনয়ন বৈধ আছে। কুল্যা ইউনিয়নে কারো মনোনয়ন বাতিল না হওয়ায় চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বার ১৩ জন ও মেম্বার পদে ৩৬ জন বৈধতা পেয়েছেন।

খাজরা ইউনিয়নে সাধারণ মেম্বার পদে ২ জনের মনোনয়ন বাতিল করায় চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা মেম্বার পদে ১৬ জন ও মেম্বর পদে ৪৬ জন বৈধ আছেন। বড়দল ইউনিয়নে চেয়ারম্যান পদে সোহরাব হোসেনের মনোনয়ন বাতিল করায় চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা মেম্বার ১৩ ও মেম্বার পদে ৩৫ জন বৈধতা পেয়েছেন। প্রতাপনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জনের মনোনয়ন বাতিল হওয়ায় চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা মেম্বার ১২ জন ও মেম্বার পদে ৪৬ জনের মনোনয়ন বৈধ রয়েছে।

আনুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ঋণ খেলাপীর অভিযোগে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী সাহাবুদ্দিন সানা ও স্বতন্ত্র প্রার্থী রুহুল কুদ্দুছের এবং সাধারণ মেম্বার পদে ৬ জনের মনোনয়ন বাতিল হওয়ায় চেয়ারম্যান পদে ২ জন, মহিলা মেম্বার পদে ১৫ জন ও মেম্বার পদে ৪৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।
রিটার্নিং অফিসার মোঃ রাজিবুল হাসান বলেন, মনোনয়নপত্র জমার পূর্বে তাদের (বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থী) ঋণ পরিশোধ করা হয়নি। পরবর্তীতে ঋণ পরিশোধ করা হয়েছে, বিধায় উর্দ্ধতন কর্তৃপক্ষ এব্যাপরে সিদ্ধান্ত নেবেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version