আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে এসডিজি লোকালাইজেশান ইন দ্যা সুন্দরবন রিজিওন বিষয়ক উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন ও কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সেমাবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
ইউএনডিপি’র সহযোগিতায় ওয়ার্কশপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার সাতক্ষীরার উপ পরিচালক মাশরুবা ফেলদৌস। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জিসিএ রিজিওন ম্যানেজার অশোক কুমার অধিকারী।
ডেভলপমেন্ট কো-অডিনেটর পলাশ কান্তি হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউএনডিপি’র চলমান প্রকল্পের উপর উপস্থাপনা, এসডিজি এর লোকালাইজেশন (উপক‚লীয় এলাকা) টার্গেট ও অগ্রগতির পরিমাপক সূচক উপস্থাপনা, বিভিন্ন ডিপারমেন্ট প্রধান এর সঞ্চালনায় সেক্টর ভিত্তিক সমস্যা সমূহ যাচাই বাছাই ও করনীয় কাজ চুড়ান্ত করা এবং দলীয় কাজের মাধ্যমে স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমাধানের উপায় বের করা হয়। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।